মীর আনোয়ার হোসেন টুটুল ॥
টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক ঘটনায় এক মাদ্রাসা ছাত্র ও হেলপারসহ দুইজন নিহত হয়েছে। আজ বুধবার মির্জাপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন আনাতাইরা ইউনিয়নের মামুদপুর গ্রামের মাদ্রাসা ইমন হোসেন (১৩) এবং অপরজন হলেন ট্রাকের হেলপার (৩৫)। তার পরিচয় জানা যায়নি।
এলাকাবাসি জানায় গতকাল মঙ্গলবার ইমন নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করছিল। অসাবধনতায় সট সার্কিট হলে ইমন গুরুতর আহত হয়। বাড়ির লোকজন তাকে রাতে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকগন তাকে মৃত ঘোষনা করেন।
অপর দিকে আজ বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্যা নামকস্থানে সিমেন্টবাহী একটি ট্রাকের হেলপার চাকা মেরামতের সময় পিচন দিক থেকে আসা অপর একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। পুলিশ ঘাতক বাসটি আটক করতে পারেনি। নিহতের পরিচয় জানা যায়নি।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মনির বলেন, নিহত হেলপারের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। আইনী প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলার প্রক্রিয়া চলছে।
মির্জাপুরে পৃথক ঘটনায় মাদ্রাসা ছাত্রসহ নিহত-২
ad cb under