শামীম মিয়া(বিনোদন রিপোর্ট)
ভক্ত ও শ্রোতাদের সাথে স্বাস্থ্যবিধি মেনে কেক কেটে নিজের জন্মদিন পালন করলেন সবার জনপ্রিয় কন্ঠ শিল্পী শান্ত।গত ২৪ শে আগস্ট এই গুনী শিল্পীর জন্মদিন উপলক্ষে গাজীপুর মিউজিক ক্লাবের আয়োজনে গাজীপুর মিউজিক ক্লাবের অফিস রুমে এই জন্মদিন পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,বিশিষ্ট শিল্পপতি ও চলচ্চিত্র অভিনেতা বাদশাহ মাহমুদ বাদশাহ , গাজীপুর মিউজিক ক্লাবের সভাপতি সংগীত শিল্পী আনোয়ার পারভেজ,বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক রেজা মাহমুদ ,জনপ্রিয় গীতিকার ও সুরকার আবুল হাসেম,সাদিয়া ভিসিডি সেন্টার এর কর্ণধার মোহাম্মদ হযরত আলী,কৃষাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী রুহুল আমীন,গাজীপুরের জনপ্রিয় মিডিয়া ব্যাক্তিত্ব্য,ভক্তশ্রোতা ওবন্ধু বান্ধব।
জনপ্রিয় কন্ঠ শিল্পী শান্ত দৈনিক নিউজকে বলেন, আমাকে ফোনে এবং অনলাইনে অসংখ্য ভক্তশ্রোতা ও শুভাকাংখি গুনিজনরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জন্মদিন উপলক্ষে শান্ত প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করেছেন মহান আল্লাহ তায়ালা কে।এরপরে মামা–বাবা,ওস্তাদ, গুরুজন,বয়জৈষ্ঠজন,বন্ধু-বান্ধব,ভক্ত-শ্রোতা , শুভাকাংখী সহ সকলের কাছে দোয়া চেয়েছেন।