Earn Money by Watching Videos, Like, Comment + FAUCET >>$
APPS ☞ ☞ EARN ➤ ☞ FAUCET ➤ TUTORIAL ➤ CHANDRA BINDU➤ Telegram
এক বর্ণাঢ্য হোন্ডা শোডাউন অনুষ্ঠিত
মির্জাপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের
এক বর্ণাঢ্য হোন্ডা শোডাউন অনুষ্ঠিত!
আজ বুধবার সকাল 9 ঘটিকায় মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড থেকে বাংলাদেশ খেলাফত মজলিস টাঙ্গাইল-৭ (মির্জাপুর) উপজেলার উদ্যোগে এক বর্ণাঢ্য হোন্ডা শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মসূচি ছিল বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মনিরুজ্জামান সাহেবের রিক্সা প্রতীকের পক্ষে জন সমর্থনের প্রতিফলন।
জেলা নেতৃবৃন্দসহ প্রায় দুইশত
মোটরসাইকেল অংশগ্রহণে রঙিন পতাকা ও ব্যানারে সজ্জিত এ শোভাযাত্রা মির্জাপুর হতে গোড়াই হাইওয়ে রোড প্রদিক্ষন করে ভাদগ্ৰাম, আনাইতারা, বাইনাইল, জামুর্কি ইউনিয়ন হয়ে পুনরায় মির্জাপুরে এসে সমাপ্ত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা বদিউজ্জামান সরকার।
সভাপতির বক্তব্যে তিনি বলেন,
> “জনগণের ভালোবাসাই আমাদের শক্তি। ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রাম ইনশাআল্লাহ সফল হবেই।”
শোভাযাত্রা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
শো-ডাউন শেষে মাওলানা মনিরুজ্জামান খান সর্বস্তরের নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করেন।

